পঞ্চম পর্ব (শঙ্কর দয়াল সিরিজ থেকে)

Poem by Bidisha Sarkar
কবিতা

পঞ্চম পর্ব (শঙ্কর দয়াল সিরিজ থেকে)

রজনীগন্ধা নয় রোজ রাতে একটা করে ফুটে ওঠে জবা।

রোজ রাতে সন্তর্পণে সিঁড়ি ঘেঁষা দেওয়াল ধরে ধরে
ওখানে পৌঁছাতে হয় 
এত রক্ত এত সিঁদুরের বাড়াবাড়ি 
বেজন্মার জন্ম হয়? 
শুনেছ দয়াল?

এ লক্ষণ ভালো নয় 
কর্কট রাশির জন্মক্ষণে
এ অধম ধরিত্রীকন্যার 
যন্ত্রণায় কি যে সুখ
পিতাও জানো না?

বেছে নিয়ে দয়াল জীবন
কেন যে সম্পৃক্ত করো দ্রবণে দ্রবণ


এখানের সমস্ত পাগলিরা মন্দিরে ঘুমায়
শঙ্করের পুজো হয় খুব ভোরে উলু দেয় ওরা

কখন যে ফিরে যায় কথোপকথন
কখন যে খোঁপায় জবা’টি গুঁজে মুখাগ্নি সমেত 
রাত্রি ধুয়ে মেলে দেয় তারে

নয়নতারাকে যেন ছোট কোরো না

শাপগ্রস্ত পঞ্চমুখী একাই ফুটবে রাতে

বাহা’র পৃথিবী থেকে দৈববাণী 
নগরভ্রমণে যায় রাসে

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*