জন্ম ১৯৫৪ সালে। ১৯৮৩-তে প্রকাশিত "আকরিক" উপন্যাস থেকে তিনি এক স্বতন্ত্র উপন্যাস-ভাষার প্রবর্তন করেন। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প এবং কবিতাতেও তিনি জনপ্রিয়। আদিবাসী ও অন্ত্যজ শ্রেণির মানুষের জীবনই আখ্যায়িত হয়েছে তাঁর লেখায়। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস "হাড়িক", "অক্ষৌহিণী", "ধূলা উড়ানি", "বৃংহণ", "সিঁদুরে কাজলে" ও "সিরকাবাদ"। বাংলা সাহিত্যে পুরুলিয়ার লোকভাষাকে তিনিই প্রথম সংযোজিত করেন। ১৯৯৫ সালে কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন বিকাশ মন্ত্রক থেকে প্রতিভাবান তরুণ লেখক হিসেবে ফেলোশিপপ্রাপ্ত। বর্তমানে পুরুলিয়া সংস্কৃতি কেন্দ্রর পক্ষে সৃজন উৎসবের মাধ্যমে লোকশিল্পীদের সংগঠিত ও উজ্জীবিত করার কাজে রত। বাংলা আকাদেমি পুরস্কার-সহ একাধিক পুরস্কার ও সম্মাননায় সম্মানিত।