কবিতা
বন্ধু
কখন কার জীবনে ভোর হয় কেউ কি জানে?
কেউ কি জানে কে কীভাবে কখন বন্ধু হয়ে ওঠে?
পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে চলে নদী,
বানভাসি দুইপারে পড়ে থাকে পলি,
স্মৃতিটুকু থেকে যায়।
গ্রুপফটোতে মিলে মিশে যাই সংসারে সংসারে—
পাতা ঝরার বেলায় মনে পড়ে পুরোনো কথা।
কখন কার জীবনে রাত্রি নেমে আসে কেউ কি জানে?
অসীমের সুর আছড়ে পড়ছে দিগন্ত থেকে দিগন্তে—
কুয়াশা মোড়া মাঠের একধারে বসে আছি, যদি সে আসে!