জল সংক্রান্ত চেতাবনি

Poem by Bidisa Sarkar
কবিতা

জল সংক্রান্ত চেতাবনি

নিখোঁজ হয়ে যাওয়ার পর 
কোনো বিজ্ঞাপন দেওয়ার মত কিছুই ছিল না

কে যে কাপড়গুলো মেলে দিয়ে যেত 
কে যে ভাঁজ করে গুছিয়ে রাখতো নিয়মিত দাম্পত্যে!

একটা দীর্ঘ নীরবতার পর সুমেরুপ্রধান দেশের বরফে 
ফাটল দেখা দিলে 
স্লেজ গাড়ি করে হঠাৎ হাজির হরিহরণ...

বৃষ্টি ভিজতে ভিজতে ফিরে যাচ্ছিল যারা 
তাদের জন্য সান্ধ্য মজলিসের কেয়াবাত ছড়িয়ে দিয়েছিল আতর 
আক্ষেপানুরাগের বাহানায় থেমে গিয়েছিল সারেঙ্গীর ছড় 
পরপর একেকটা গয়না খুলে দিতে দিতে বিজ্ঞাপন হয়ে উঠেছিল 
জল সংক্রান্ত চেতাবনি

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*