অবৈধ প্রস্তাব
ধূমপান বিপজ্জনক হলেও
দু’একটা টান দিও
তোমার শ্বাসকষ্ট কমে যাবে
এতো প্লাস্টিক গিলেছি আমরা
বিশুদ্ধ পঞ্জিকা মতে দাম্পত্য অথবা সমান্তরাল তত্ত্ব
অলিন্দ নিলয়ের অশোকারিস্ট
শাস্ত্র মতে হতে হতে
হয়তো চেয়েছিলাম একটা দূর্ঘটনা
অবৈধ প্রস্তাব
দীর্ঘ আয়ু বয়ে বেড়ানোর চেয়ে একটু স্ব-ইচ্ছার
স্বল্প সুখ ....
চিরকুট
ধকধক হৃদয়ের ইমোজি
ইনবক্সে একটু মিউচ্যুয়াল ফান্ড
সে হিসেবে ভেবে দেখলে অ্যাবিউস হওয়ার বিষয়টা আপেক্ষিক
মাঝরাস্তায় অটো থেকে নেমে লিকার শপে গিয়ে দেখেছি
সব পুরুষেরা ভিড় ফাঁকা করে কাউন্টারে পৌঁছে দিয়েছে
একটা মৃত্যু থেকে উদ্ধারের পিছনে এদের অবদান ভুলি কী করে
একবার টান দিয়ে দেখো
উদ্ধার করার জন্য অন্ততঃ একজন থাকে
যে সারাজীবন ধরে লেখার খোড়াক খুঁজতে খুঁজতে
তোমার দরজার বাইরে দাঁড়িয়ে.....