ঠিকানা
নীরবতার রং মেখে
আমি এসেছি এখানে
এই দগ্ধ প্রান্তরে
তুমি ডাক দিলে
বুকে ক্ষত নিয়ে
আবার চলে যাব দিগন্তের কাছে
হয়ত তখন মাথার উপর
সূর্য থাকবে না
চাঁদ নিজে এসে
রচনা করে দেবে
আমার যাত্রাপথ
অনিশ্চিত পথের ঠিকানা
নীরবতার রং মেখে
আমি এসেছি এখানে
এই দগ্ধ প্রান্তরে
তুমি ডাক দিলে
বুকে ক্ষত নিয়ে
আবার চলে যাব দিগন্তের কাছে
হয়ত তখন মাথার উপর
সূর্য থাকবে না
চাঁদ নিজে এসে
রচনা করে দেবে
আমার যাত্রাপথ
অনিশ্চিত পথের ঠিকানা