রং
ফাল্গুনের নীল ময়ূর, তুমি কোথায়?
কোন বিজনে মেলে রেখেছ
তোমার পেখম? অরচিত অভিসার?
তোমার ছেড়ে যাওয়া পালক ছাড়া
নীল ময়ূর, আমার তো আর কিছুই নেই।
আলো নেই, অন্ধকারও নেই।
আমার সকল গান বেজে ওঠার
আগেই নিভে গেছে।
নির্জন প্রচ্ছদ থেকে
ঝরে গেছে নির্জনতার রং ।
ফাল্গুনের নীল ময়ূর, তুমি কোথায়?
কোন বিজনে মেলে রেখেছ
তোমার পেখম? অরচিত অভিসার?
তোমার ছেড়ে যাওয়া পালক ছাড়া
নীল ময়ূর, আমার তো আর কিছুই নেই।
আলো নেই, অন্ধকারও নেই।
আমার সকল গান বেজে ওঠার
আগেই নিভে গেছে।
নির্জন প্রচ্ছদ থেকে
ঝরে গেছে নির্জনতার রং ।