রস

Ross
কবিতা

রস

জ্যৈষ্ঠ গেল। বরষায় কাঁঠালের পিঁড়ি
আম্ররস আচ্ছাদিত। চারিধার ঘিরি
আসিল আষাঢ় মেঘ। মৃদুমন্দ ম’ ম’
বাতাসে আমের গন্ধ। নমো, বঙ্গ নমো!

কত বর্ষ ভজি নাই আহা বঙ্গ নাম
মজিনি কীর্তন ঢপে!... শোভাবিষ্ট গ্রাম
উঠোনে রসালো আমসত্ত্ব, রজো, তমো—
ত্রৈগুণ্যবিষয়া অঙ্গ... নমো, বঙ্গ নমো।

আষাঢ়, শ্রাবণ... ক্রমে ভাদ্র মাস গতে
লেপন করিয়া নিত্য পরতে পরতে
পুতের বাৎসল্য আর পতির শৃঙ্গার
সর্ব রসে রসনার স্বর্ণবর্ণ সার!

অন্ততত্ত্ব, বিশ্ব কয়, নাহি যায় সম
বধূর মধুর রস, বঙ্গ নারী নমো।

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*