নাম তার জুয়েল কবির। তিনি একজন নাট্যকার এবং কথা সাহিত্যিক। জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলার দিঘারকান্দা গ্রামের মাতুলালয়ে। বর্তমানে গল্প উপন্যাস এবং নাটক বেশি লিখলেও জুয়েল কবিরের লেখালেখির শুরুটা কিন্তু হয়েছিল ছড়াকার হিসেবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নাট্যাচার্য সেলিম আল দীনের সান্নিধ্যে এসে তার লেখালেখি মোড় নেয় নাটক রচনার দিকে। জুয়েল কবির উচ্চশিক্ষা গ্রহণ করেছেন সেলিম আল দীনের নিজ হাতে গড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে। ছড়া, গল্প, উপন্যাস এবং নাটক মিলিয়ে তার মোট প্রকাশিত গ্রন্থ ১৩টি।