সান্ধ্যগীতি
রাধিকাপ্রসাদ গীত বিস্মৃত সে সুর
ঝিঁঝিট-খাম্বাজ নাম, গ্রাম বিষ্ণুপুর।
আষাঢ়ে বরষা শুরু গুরু গুরু ধ্বনি
শ্রাবণে মৃদঙ্গ মেঘে মধুর শাওনি—
কল্যাণে মুখর শুনি মনে বনে কোণে
কে বাজায় মগুবাঈ সান্ধ্য গ্রামোফোনে!
ভাদর তালের মাস পুষ্করিনী পাড়ে
আড়ে একতাল কাণ্ড, ঈষৎ কুঁয়াড়ে
যখন পড়েছে সমে উথাল পাথাল
চক্রাকার ঢেউগুলি দেখি ক্ষণ কাল
বৃত্তাকারে আসে যায়... কালক্রমে স্থির
পুকুর। উপরিতলে তখনও স্থবির
বাঁকানো তালের ছায়া; বাঙালার সাঁক
খঞ্জনী বাজিয়ে ধরে ঝিঁঝিট খাম্বাজ।