প্রাসঙ্গিক

Poem by Bidisha Sarkar
কবিতা

প্রাসঙ্গিক

মাঝে মাঝে দূরত্বগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে
আমি রোদ্দুরকে বলি
এভাবে জ্বলতে জ্বলতে
কেন পুড়িয়ে দাও
কেন অবগুণ্ঠনের অন্তরমহল ?...
একান্ত বাথরুমে কত ভ্রুণ গর্ভপাতের কান্নার সঙ্গে মিশে গেছে
নর্দমার পাকজন্মে !
চৌর্যের অপরাধে অভিযুক্ত মুখগুলো
আজ নির্জন সৈকতে নুলিয়াকে উপচে দিয়েছে
সাংসারিক স্বচ্ছলতা—
একটা ব্ল্যাক-পার্লের মালা মাড়িয়ে দিয়ে গেল
জরুরি ছিল কি

কয়েকটা বেডকভার দিয়ে ঢেকে দিচ্ছি সমস্ত জানলা
কারণ এক্ষেত্রে পর্দা যথেষ্ট না
অথবা পর্যাপ্ত অন্ধকারও
চোখ বুজে অনুমান করছি
একজন দমন করছে তার প্লাবন
রোদ্দুরে বাষ্প হয়ে যাচ্ছে আরেক শূন্যতায়

যার বিষয়ে আমরা প্রায়শঃই আলোচনা করি।

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*