মলমাস

Poem by Bidisha Sarkar
কবিতা

মলমাস

এক।
হারিয়ে যাচ্ছ 
বারবার 
হারিয়ে যাচ্ছ তুমি

খুঁজে আনছি খুঁজে ফিরছি 
আবার 
আবার

কত রাত পার হল 
কত সন্ধ্যা সাড়ে  সাত থেকে মাঝরাত

ছড়ানো নুনের ছিটে 
জোঁকের প্রকোপ 
রক্তে ভেজা দুই পায়ে 
আলতা ভেবে সে পুরুষ 
চাটাই বিছিয়ে

আর পারছি না এই মলমাসে 
বারবার খুঁজে পাওয়া 
এখনও
এখনও .....


দুই।
বাউলাঙ্গে বোলপুর রসকলি 
চর্চিত নাগরালির
অন্যদেশে?

ঘটুক এখানে ঘটে যাক কণ্ঠীবদলের অনুষ্ঠান 
ঘটনাবহুল সেই একাদশ অধ্যায়ের শেষে 
জামানত বাজেয়াপ্ত

দেবার্ঘ্যের নিমিত্ত মাত্র 
মোর গৃহে আভাসটুকুই

চেয়ে দেখো রাধারাণী জ্বলে

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*