বাবা
বয়স হলে কি চোখ বন্ধ করে থাকবে সারাক্ষণ? ওইদিকে কি রঙের অবিশ্বাস্য ফুল
ফুটেছে দেখবে না!...
যে গান ঘুরে ঘুরে তোমাকে প্রদক্ষিণ করে রোজ, যে গন্ধ লাজুক তবুও প্রত্যাশী... আমি সবাইকে তোমার সন্নিকটে আজ বহুবার দেখতে পেয়েছি..
কারা জানলা খুলে রাখে শীতের রাত্রে?
কারা অদ্ভুত টিভির সামনে অপেক্ষা করে অন্ধ জোনাকির!... কারা এখনো মিলিয়ে নেয়
কে কে বেঁচে আছে... আজ
যে মঞ্জরী ওই গাছে গাছে ফুটেছে
তারা এসব জানে না....