বসন্তের দিন

Basanter Din
কবিতা

বসন্তের দিন

বসন্তের দিন শেষ হয়ে গেল।
জীবনের বসন্তও বহুদিন আগে
শেষ হয়ে গেছে।

তবু বসন্তের গানগুলি শোনা
এখনও বাকি আছে।

বাকি আছে শেষ কয়েকজন বন্ধুর
নাম ধরে ডাকা --
আর রাত্রির কিছু নির্জন উৎসবে যোগ দেয়া।

আর কী কী বাকি আছে?

বসন্ত তার গান লিখে যায়...

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*