বেহাগ
ভাণ্ডের ভিতর শূন্য । রাত নাই। ঈশ্বর আছেন।
উপরে নীলাণ্ড গোল। ছাত নাই। ঈশ্বর আছেন।
বাহিরে ন্যুব্জ ও নুলো মহাকাল।
হাত নাই। ঈশ্বর আছেন।
মহাকাশে মীনলগ্ন—ফাৎনায় নিঃসর আছেন।
নীচু লঘু-সপ্তর্ষি বঁড়শিবৎ—মাঝে সূত্রহীন
অযুত-আলোকবর্ষী শূন্য—তার শেষে অবলীন
নিরালম্ব তৎপুরুষ—জ্যোৎস্নায় নিহিত আছেন।
তিনি তথা তিনকাল সারারাত বেঁধেছেন বীন
খরজ নিখাদ গান্ধার—বিশ্বময় ত্রিস্বরে বাজেন
কখনও অনন্ত সুরে, কখনও বা দূরে মগ্ন মীন।