বেহাগ

Behag
কবিতা

বেহাগ

ভাণ্ডের ভিতর শূন্য । রাত নাই। ঈশ্বর আছেন।
উপরে নীলাণ্ড গোল। ছাত নাই। ঈশ্বর আছেন।
বাহিরে ন্যুব্জ ও নুলো মহাকাল।
                          হাত নাই। ঈশ্বর আছেন।
মহাকাশে মীনলগ্ন—ফাৎনায় নিঃসর আছেন।

নীচু লঘু-সপ্তর্ষি বঁড়শিবৎ—মাঝে সূত্রহীন
অযুত-আলোকবর্ষী শূন্য—তার শেষে অবলীন
নিরালম্ব তৎপুরুষ—জ্যোৎস্নায় নিহিত আছেন।
তিনি তথা তিনকাল সারারাত বেঁধেছেন বীন
খরজ নিখাদ গান্ধার—বিশ্বময় ত্রিস্বরে বাজেন
কখনও অনন্ত সুরে, কখনও বা দূরে মগ্ন মীন।

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*