কবিতা
দোল পূর্ণিমা
সে মদে চূর, একবার আমাকে
বড়লোক বলে গালাগাল দিচ্ছে
পরমুহূর্তে ছোটলোক বলে শাপ-শাপান্ত
করে পড়ে যাচ্ছে ঘাসে,...
ঘুমিয়ে পড়ছে প্রায়... আর প্রজাপতির
ঝাঁক তাকে ঘিরে ধরলেই চিৎকার করে
সরিয়ে দিচ্ছে তাদের, আমাকে দেখিয়ে বলছে- ’উয়াকে কামড়া, উয়াকে’...
আমি তার মুখের উপর
গাছের ছায়া এনে ঢেলে দিচ্ছি...
আমি তার পা,
নদীর জলে ডুবিয়ে দিচ্ছি বার বার...