দৃশ্য

Drishya
কবিতা

দৃশ্য

ফুল ওয়ালী বসে আছে,
সামনে দিয়ে হেঁটে যাচ্ছে লোক।

: কেউ তো কেনেনা তেমন তুমি বসে আছো ক্যানো?

:  ওই.. একটু বেলার দিকে দু’একটা মানুষ আসে, ঠাকুমা ঠাকুমা বলে, ফুল কেনে, নিজেরাই মেতে ওঠে হাসি ঠাট্টায়..

: দু’একটা লোকের জন্য তুমি বসে থাকো? 
তোমার তারাই সহায়!

: হ্যাঁ রে বাবা দু’একটা মানুষ পেলে
একটা জীবন চলে যায়..

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*