February 19, 2024
| 0 Comments
| By জাকির তালুকদার
মৃত্যুগন্ধী
About author
জাকির তালুকদার
জন্ম ২০ জানুয়ারি ১৯৬৫ নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্য সৃষ্টির প্রধান বৈশিষ্ট্য। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। কথাসাহিত্য এবং চিন্তামূলক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে বিচরণকারী জাকির তালুকদার বাংলাদেশ গণ-আন্দোলনের অন্যতম প্রধান মুখ। "কার্ল মার্ক্স"-এর জীবন দর্শন নিয়ে লেখা তাঁর অসামান্য প্রবন্ধগুলি তাঁর রাজনৈতিক চেতনারই অবয়ব।