তোমারই গান
উৎসর্গ : শক্তি চট্টোপাধ্যায়
নেশায় নেশায় ঘুরে বেড়াই, পথে পথে,
শরীর ভর্তি ধুলো, মাথায় জট—
ঘুরে বেড়াই আর গাই অস্ফুট গান।
পেরিয়ে যাই ইস্টিশান, জাহাজঘাটা, শূন্যপ্রান্তর, গঞ্জ—
পথে পথে কত মানুষ, জলন্ত মোমবাতি, হাসি-কান্না, অনুরাগ-অভিমান, আনন্দ-বিষাদ।
কারোর দাওয়ায় বসি, গল্পগুজব করি।
কেউ আদর দেয়, কেউ ক্ষুধার অন্ন।
আবার বেরিয়ে পড়ি, অস্ফুট গান—
পথে পথে ছড়ানো মায়া।
ট্রেন ছেড়ে দেয়, ঢেউ আছড়ে পড়ে তটে,
তোমার মুখচ্ছবি ছড়িয়ে আছে আকাশে আকাশে।
আমি তো তোমারই গান গাই
তুমি কি শুনতে পাও?