কবিতা
প্রজাপতি
সমস্ত সম্ভাবনার শেষে এক বর্ণময় প্রজাপতি
চুপ করে বসে থাকে,
আমি তার বেদনার চারপাশে ঘোরাঘুরি করি,
সান্ত্বনা হাতড়াই—
কোনো দিশা পাই না।
হারিয়ে যেতে যেতে আর্ত মানুষ
উত্তোলিত হাতে বারবার জেগে ওঠার বার্তা পাঠায়—
আমি যথাসাধ্য উস্কানি দিই।
আমি চাই প্রজাপতি উড়ুক আবার,
নতুন নতুন সম্ভাবনা ডানায় মাখিয়ে
উড়ুক উড়ুক আবার নব নব জীবনের দিকে।