ইকো সিস্টেমের বিপরীতে
সূর্য অস্ত যাওয়ার পর পাখিরা ডেকে উঠল
আগেও ডেকেছিল কেউ শুনতে পায়নি
আলোয় পাখির ডাক শোনে না কেউ
এই যে আমি পাখির ডাকের কথা বলছি
আর , বলতে বলতে খুলে দিচ্ছি একেকটা খাঁচা
কারণ তাদের মৃত্যু সমাগত
চোখের ওপর সাদা পরদা
ওরা মুক্ত হয়ে মুখ থুবড়ে পড়বে চৌহদ্দির দেওয়ালগুলোতে
ব্যাধেরা টেরও পাবে না
পায়রা ঘুঘু ডানা ঝাপটিয়ে
উড়ে যাবে প্রান্তিকের ইকো সিস্টেমের বিপরীতে
মানুষগুলো পিছন দিকে হাঁটছে
চোখের অভ্যাস ওদের দিকনির্ণয়ের সূচক
পিচ রাস্তায় সিঁদুরের আল্পনা
পঞ্চপ্রদীপ আম্রপল্লব স্বর্ণ ধান
গান্ডীবে তূণ লাগিয়ে তৃতীয় পাণ্ডব চক্ষু ফুড়েঁ আকাশ লোকে....
প্রতিচ্ছবি প্রমানসাপেক্ষ
একটু নির্জনতা ভিক্ষা চাইছে দ্রৌপদী
তার চোখের জল থেমে থাকতে থাকতে পাথর
আদিবাসী সভ্যতা সেই পাথরে অশ্রু বিন্দু খোদাই করছে
আসন্ন শিল্প বিপ্লবের মন্তাজ আর হিরণ মিত্র
চশমা খুলে রাখলেন পাশে