সবচেয়ে সেরা সেই যে গাছ

Poem by Bidisa Sarkar
কবিতা

সবচেয়ে সেরা সেই যে গাছ

গাছ তো স্মৃতি
স্মৃতিটুকু রয়


এইসব কেতাবি নামের থেকে দূরে সেই গরানের সুডৌল 
পেশীতে ধরে রেখেছে আঞ্চলিক আকাশ


মধু উপচে পড়লেও কেউ ধারেকাছে যায় না
এমনকি বাঘ বাহাদুরও না


পয়ার নৌকায় পা দুলিয়ে মীন ধরতে গিয়ে রাশিচক্রের ফেরে
কামোটের কামড়ের পর জলেই 
ভালুকের পিঠে চড়ে হনুমানদের ওয়ান্ডার ল্যান্ড


তারপর পিঁপড়ের ডানা গজালো 
হরিণের ডানা গজালো
এমনকি বাঘেরও


বিধবা পল্লীর বিধবারা শ্রীকৃষ্ণ চৈতন্য পাঠ করতে করতে আকুল
গরানের বল্কলে খোদাই করতে এলো স্বীয় স্তব


অনিবার্য রক্তপাতে হুঁশ নেই সে গাছের
প্রায় একযুগ পর তার কোনো প্রতিযোগী নেই

মাঝরাতে এই শহরের রাস্তায় মানুষ খুঁজতে বেরিয়েছে রয়েল বেঙ্গল টাইগার

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*