সবচেয়ে সেরা সেই যে গাছ
গাছ তো স্মৃতি
স্মৃতিটুকু রয়
এইসব কেতাবি নামের থেকে দূরে সেই গরানের সুডৌল
পেশীতে ধরে রেখেছে আঞ্চলিক আকাশ
মধু উপচে পড়লেও কেউ ধারেকাছে যায় না
এমনকি বাঘ বাহাদুরও না
পয়ার নৌকায় পা দুলিয়ে মীন ধরতে গিয়ে রাশিচক্রের ফেরে
কামোটের কামড়ের পর জলেই
ভালুকের পিঠে চড়ে হনুমানদের ওয়ান্ডার ল্যান্ড
তারপর পিঁপড়ের ডানা গজালো
হরিণের ডানা গজালো
এমনকি বাঘেরও
বিধবা পল্লীর বিধবারা শ্রীকৃষ্ণ চৈতন্য পাঠ করতে করতে আকুল
গরানের বল্কলে খোদাই করতে এলো স্বীয় স্তব
অনিবার্য রক্তপাতে হুঁশ নেই সে গাছের
প্রায় একযুগ পর তার কোনো প্রতিযোগী নেই
মাঝরাতে এই শহরের রাস্তায় মানুষ খুঁজতে বেরিয়েছে রয়েল বেঙ্গল টাইগার