স্ফুলিঙ্গ
এই নদী প্রবহমান
এই মোহনা রাত্রির অবসান
আকাশ যার করতল
তার আকাঙ্ক্ষায় কেঁপে ওঠে তালবন
বনের ধারে কারা পায়চারি করে?
সাইকেল থেকে নেমে
হেঁটে যায় বনের ব্যাস বরাবর?
ছায়া পড়ে ;
অবসন্ন রাত্রির ছায়া।
ছায়ার ভিতর নিঃশব্দে ছড়িয়ে যায়
বিলুপ্ত জ্যোৎস্নার জল।
প্রভাতকালের স্ফুলিঙ্গ