সমাধি
সকল নদী মোহনার দিকে যেতে চায়
তাই চিরকাল মোহনায়
গড়ে ওঠে দিগন্তের সমাধি
মানুষ চায় ওই সমাধির রং
যেভাবে গাছ নীরবতা ভেদ করে দাঁড়িয়ে থাকে, একা
মানুষও তেমনি রং নিয়ে
একা জেগে থাকে সমাধিতে
সমাধির নীচে ঘুমায় মানুষ
সকল নদী মোহনার দিকে যেতে চায়
তাই চিরকাল মোহনায়
গড়ে ওঠে দিগন্তের সমাধি
মানুষ চায় ওই সমাধির রং
যেভাবে গাছ নীরবতা ভেদ করে দাঁড়িয়ে থাকে, একা
মানুষও তেমনি রং নিয়ে
একা জেগে থাকে সমাধিতে
সমাধির নীচে ঘুমায় মানুষ