ফেরো

Poem by Palash Dey
কবিতা

ফেরো

তোমরা কোথায় বেড়াতে যাও
ফেরবার নাম গন্ধই করো না

মাটি ঝাড় দি’ আকাশ মোছামুছি করে
তারপর ছাদ থেকে রোদ্দুর নামিয়ে আনি

দুপুর গোঁ গোঁ করে... ধৈর্য রাখতে পারে না ডাহুক পাখি

কোথায় থাকো সারাদিন জানলা খোলা যাচ্ছে না

এমন বায়না করে গাছ গাছালি
অপেক্ষা নিজেই এসে রান্না করে দিয়ে যায় 
একে ভুলতে থাকা অসুখ
অসুখ তারওপর তালাচাবির কোন পাত্তাই নেই

কীভাবে সামলাবো আমি কতদিন আর সবুর ফলের গল্প বলে যাব

তুমি ’আসছি’ বলে চলে যাওয়ার পর থেকে
একটাও মানে বই খুঁজে পাচ্ছি না বাংলা ভাষায়

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*