কবিতা
সুন্দরবন
এই সুন্দরবনে আমি কি করবো
পায়ের ছাপ খুঁজতে খুঁজতে তুমি আসো
মধু সংগ্রহে আসে কতজন
বিরল পাখি আর নির্জন দ্বীপ দ্বীপ শূন্য
এই যে আমার বন সুন্দর অপেক্ষা করছি
কবে এসে তছনছ করবে তুমি !
গরল ধরে আছি যেন স্বাদুজলে দীর্ঘশ্বাস না মেশে
দু-দিন এক রাত্তিরের পর্যটক এসে মদ খায়
জোনাকি দ্যাখে আমার... ফুর্তি করে
জঙ্গল ফাঁকা হতে হতে নার্সিংহোম হয়ে গেছে
এরপর যদি নদী টপকাই ? বাঁধ ভাঙি !
ঢুকে পড়ি শহরে তোমার?
বেপরোয়া বেপরোয়া বেপরোয়া বেপরোয়া বেপরোয়া