সুন্দরবন

Poem by Palash Dey
কবিতা

সুন্দরবন

এই সুন্দরবনে আমি কি করবো

পায়ের ছাপ খুঁজতে খুঁজতে তুমি আসো
মধু সংগ্রহে আসে কতজন
বিরল পাখি আর নির্জন দ্বীপ দ্বীপ শূন্য

এই যে আমার বন সুন্দর অপেক্ষা করছি
কবে এসে তছনছ করবে তুমি !

গরল ধরে আছি যেন স্বাদুজলে দীর্ঘশ্বাস না মেশে
দু-দিন এক রাত্তিরের পর্যটক এসে মদ খায়
জোনাকি দ্যাখে আমার... ফুর্তি করে

জঙ্গল ফাঁকা হতে হতে নার্সিংহোম হয়ে গেছে
এরপর যদি নদী টপকাই ? বাঁধ ভাঙি !
ঢুকে পড়ি শহরে তোমার?

বেপরোয়া বেপরোয়া বেপরোয়া বেপরোয়া বেপরোয়া

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*