সারেগামা
ময়ূর ময়ূর স্বপ্নে এখন কেবল মর্মর ধ্বনি
ধর্ষণ মুছে নিয়েছো তো ?
আর যোনিতে পুঁতে দেওয়া লোহার রড দিয়ে নিশ্চয়ই পৃথিবী রেখা তৈরি হচ্ছে !
মাটি লেপ্টে দিলে সেরে যাবে ক্ষত
অশ্বত্থ পাতা মুড়ে কী দারুন শিস্ বেজে ওঠে জানো
শুধু তুমি একবার মানব জমিনে আসবে বলে
সারাদিনের ডোরাকাটা কাকতাড়ুয়া হয়ে আছে
ছাতিম গাছের নিচ থেকে আগে সন্ধেটাকে নিয়ে আসি
শিয়ালের বদলে মানুষ ডাক পেরিয়ে লাস্ট লোকাল ঢুকে পড়ুক নেশায়
ঝিঁঝিঁ আনন্দ দেবে বলে শহরে লাল-নীল অনাত্মীয়
সুরের মাঝখানটা একবার ফাঁক করলেই বুঝতে পারবে,
চিৎকার করছিলে তুমি আমাদের জন্ম মুহূর্তে আর
ভুল শোধরানোর জন্য একটা সারেগামা রেখে গেলে