তোমার ছলনা, তোমার শিল্প
ধ্বংসের কারণ তুমি, শিল্পের প্রেরণা।
যে তোমাকে চায়, তাকে হাসিতে ভোলাও;
তার ভিক্ষাপাত্র ভরে খেলনা তুলে দাও;
খাল কেটে মৃত্যু আনে, খনি কেটে সোনা!
মাটি ফুঁড়ে তোলে একশোতলা আবাসন;
নামায় আকাশ খুঁড়ে আল্ট্রাভায়োলেট;
ভাসায় ডুবোজাহাজ, ওড়ায় রকেট;
ক্রমশ তারাই করে পৃথিবী শাসন।
তুমি যাকে চাও, থাকে উদ্বাস্তু শিবিরে;
দারিদ্র-ছায়ায় থাকে সবান্ধব, একা;
বিরাট আকাশতলে, ছোট্টো নদীতীরে।
তুমি ভয় দেখাও, যাতে মুক্তি সে না পায়;
নাগ ও নগ্নিকা রূপে দাও তাকে দেখা;
ক্রমে সম্মোহিত করো শিল্প-চেতনায়।