মহাকবি ও মন্দাক্রান্তা

Poem by Sovan Bhattacharya
কবিতা

মহাকবি ও মন্দাক্রান্তা

বিভঙ্গে উদ্ধত     খাজুরাহোর মতো
তোমাকে অপ্সরা মানানসই!  

সে কোন মহাকবির     মানসী মূর্তির
বিবর্তন যেন সামান্যই!

আমার ফুরোয় খেলা    পলকে ছেলেবেলা
পলকে যৌবন ফুরিয়ে যায়;

সংস্কারের ফাঁকে    প্রারব্ধ কি থাকে? 
মরণ ছাপ রাখে বলিরেখায়!

তুমি আদি ছায়ানট     চিকন কটিতট
নদীর মতো বাঁক নিতম্বের;

একুশ শতাব্দীর    চারণ কবিটির
কবিতাতেও হয় না হেরফের।

সুগন্ধী কুয়াশায়      মর্ত্য ডুবে যায়
স্বর্গ নেমে আসে মাটির ’পর;

কথায় ছন্দ নাচে     ওঠাপড়ায় বাজে
কোমল কড়ি সহ বারোটি স্বর।

কামনার উদ্রেকে     জ্বলুক প্রত্যেকে
এমনই যেন তুমি চেয়েছ আজ;

দৃঢ়-কাচুলির বেশে     ফিরেছ অবশেষে
কাটিয়ে স্লিভলেসে গভীর খাঁজ।

বুকে ঢেউ উন্মুখ—       কুচিতে কুচযুগ
যেখানে শোভা পেত মুক্তাহার;

মরমী চেতনবীণা     হৃদয়ে বাজে কিনা
খুঁজতে গেলে কেউ পায় না পার।

যেখানে কথার শেষ     মিড়ের ভাবাবেশ
গহন সংগীতে ছড়িয়ে যাও;

বিষয়ী তো কোন ছার;     সাধু কি বোঝে সার?
সে হয় কবি যার ধ্যান ভাঙাও।

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*