চেতনা শ্রেণিহীন

Poem by Sovan Bhattacharya
কবিতা

চেতনা শ্রেণিহীন

মোহিনী, তোমার শিল্প শ্রেণিসচেতন;
হরিণী চোখের চারু ইশারা যেদিকে
ধনতন্ত্র তুলে ধরে স্বর্ণচূড়াটিকে;
বৈভবের স্বপ্নে ঝরে কামিনীকাঞ্চন…

তোমার নিপুণ মুদ্রা দেখায় যে দিক— 
ফুটেছে বসন্তে চেরি— স্বচ্ছল বিদেশ;
স্থাপত্যে, ভাস্কর্যে, রাজকীয় প্রতিবেশ;
মুখরিত নরনারী— ভাষা সাংকেতিক…

অথচ এ-স্বদেশের অতলান্ত ‘নাই’
হাঁ-মুখ উঁচিয়ে যেন গিলে ফেলতে আসে;
সহোদর মুখ দেখি ফুটপাথের পাশে;
সমবেত ছিলিমের ঝোঁকে নেমে যাই…

মোহিনী, মৌতাত-শিল্পে কে ধনী কে দীন? 
আমার চেতনা হতে চায় শ্রেণিহীন।

About author

Add Your comments

Your Name *

Your Mail *

Phone

Subject

Your Comments*