স্বপ্নদোষ
কুয়াশাকীর্ণ এ শরীর তুমি নাও,
মেলে দাও ওই রৌদ্রের অনুরোধে,..
যে গান তোমাকে শোনাতে চেয়েছি কাল
সে আজ ফিরেছে হৃদয়ের অবরোধে...
হৃদয়!.. সে এক পৃথিবী,.. অন্য নাম..
তার প্রণিপাত,..তার প্রতিঘাত,.. ক্ষয়
ছলকে উঠছে ঘৃণা,..ভালবাসা,..বোধ..
এই পৃথিবীর মরে যাওয়া বিস্ময়
আমি আর তুমি সামান্য প্রতিফল,
আশাহত কিছু উন্মুখ উপহার
সাজিয়ে রেখেছি নিজের সামনে.. ওই..
স্খলিত হচ্ছে অগণ্য পারাবার...
জল ভাসলে...ভাসো না...হাওয়ায়
বিদীর্ণ হও সুবিপুল প্রতিশোধে,
কে যেন আজকে আবারও সমাদৃত
একটি অলস ওড়বার অনুরোধে!..
যে ভাবে তুমিও.. আসলে কাহারো নও..
অথচ সকলই বহুল.., পরিবৃত,..
ফকির ল্যাংটো,.. নিচে পোড়ে প্রতিভার
পোশাক.. উড়ছে.. ভাসমান,.. ক্রমে স্ফীত..
হতে থাকে আর ধুলোকণা ভেসে ওঠে,..
এত অসংখ্য এত অবশ্য স-ব..
আমি ভাসমান খাটিয়ায় শুয়ে ভাবি,..
মানুষের শালা,.. স্বপ্নেও সম্ভব!..